কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা আতঙ্কে রোগী শূন্য হাসপাতাল!

পূর্ব পশ্চিম প্রকাশিত: ০২ জুন ২০২০, ১৭:৩২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়েল (২৫) নামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত এক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের সঙ্গে দেখা করতে যায়। এ খরব হাসপাতালের অন্য রোগীদের মাঝে ছড়িয়ে পড়লে মূহুর্তেই করোনা আতঙ্কে রোগী শূন্য হয়ে পড়ে হাসপাতাল। সোমবার (১ জুন) সন্ধ্যার দিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২ জুন) হাসপাতালে গিয়ে দেখা যায়, হাতেগোনা ক’জন রোগী আছেন যারা অতি দুস্থ পরিবারের। সামর্থ্যবানরা পারিবারিকভাবে চিকিৎসা নিচ্ছেন নিজ বাড়িতে।

এসময় দেখা গেছে, বহির্বিভাগ ও জরুরি বিভাগসহ পুরো হাসপাতাল ফাঁকা। করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ওয়ার্ডে কর্তব্যরত একজন নার্স জানিয়েছেন। সম্পর্কিত খবর জেলা হাসপাতালে জরুরিভিত্তিতে আইসিইউ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীরকরোনার উপসর্গ নিয়ে স্টক এক্সচেঞ্জ কর্মকর্তার মৃত্যুপ্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা শিথিল করেছে বিএসইসি জানা গেছে, আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের আইড়ল গ্রামের জুয়েল মিয়া (২৫) নামে এক যুবক গাজীপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

ওই কারখানার অনেকে অসুস্থ হলে তিনি সন্দেহবশত ২৪ মে নমুনা পরীক্ষা দিয়ে ছুটিতে বাড়িতে চলে আসেন। সোমবার সন্ধ্যার দিকে তাকে মোবাইল ফোনে জানানো হয় তিনি কোভিড-১৯ করোনায় আক্রান্ত। পরে তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। এ খবরে হাসপাতালে থাকা অন্য রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা করোনা ভয়ে পালিয়ে যায়। আখাউড়া হাসপাতালের নার্সিং সার্ভিসের ওয়ার্ড ইনচার্জ সাফিয়া আফ্রিন স্বার্ণা জানান, হাসপাতালে সোমবার ১৯ জন রোগী ছিলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও