জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ ‘অসামাজিক’ নামের একটি অ্যালবাম প্রকাশ করে ১৯৯৮ সালে। এই অ্যালবামের ‘নেই প্রয়োজন’ শিরোনামের গানটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়। জনপ্রিয় এই গানটি এবার নতুন করে প্রকাশ করলো গায়ক, অভিনেতা জন কবিরের ব্যান্ডদল ইন্দালো।
ইন্দালো ব্যান্ডদলটি জানিয়েছে, পুরানো ব্যান্ডের গান নিয়ে ‘নতুন খামে পুরানো চিঠি’ শিরোনামে তিন গানের ইপি অ্যালবাম প্রকাশ করবেন তারা। পুরানো গানগুলো নতুন আয়োজনে পরিবেশন করবে ব্যান্ডটি ‘নেই প্রয়োজন’ সেই অ্যালবামেরই গান।
২০১২ সালে প্রতিষ্ঠিত ইন্দালো ব্যান্ডে ড্রামসে রয়েছেন ডিও হক, গিটার ও ভোকালে জুবায়ের হাসান, বেজ ও ভোকালে বার্ট, গিটার ও ভোকালে জন কবির রয়েছেন। দলটির সুত্রে জানা গেছে, ইন্দালোর ইউটিউব চ্যানেল ও ফেইসবুজ পেইজে সোমবার প্রকাশ হয়েছে নব্বইয়ের দশকের জনপ্রিয় এই গানটি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.