কিশোরগঞ্জ ও ভৈরব থেকে ময়মনসিংহগামী বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

নয়া দিগন্ত প্রকাশিত: ০২ জুন ২০২০, ১৬:৪৫

করোনা পরিস্থিতিতে গণপরিবহন চলাচলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরিবহন শ্রমিক নেতারা আসন প্রতি ৬০ শতাংশ ভাড়া বেশি নেয়ার দাবি করলেও দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে যাত্রীরা।

দীর্ঘ দুই মাস পর করোনাভাইরাসের সংক্রমণ আতঙ্কের মধ্যেই সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। কিশোরগঞ্জ ও ভৈরব থেকে ময়মনসিংহ পরিবহনগুলো চলাচল শুরু করেছে। ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলেও দ্বিগুণ ভাড়া গুণতে হচ্ছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন যাত্রী।

কিশোরগঞ্জের এম কে সুপার ও ভৈরব শ্যামল ছায়া থেকে ছেড়ে যাওয়া পরিবহনগুলো ময়মনসিংহগামী প্রত্যেকটি যাত্রীর কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে বলে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন যাত্রী বলেন, আমার কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করে টিকিট দিছে।

কিন্তু পরিবহন কর্তৃপক্ষ বলছে সরকার থেকে ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। তবে বলার সময় তারা ৬০ শতাংশ বললেও নেয়ায় সময় কিন্তু দ্বিগুণ ভাড়া আদায় করে নিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও