করোনা মহামারীর মধ্যেই কঙ্গোয় ফের ইবোলার হানা
বণিক বার্তা
প্রকাশিত: ০২ জুন ২০২০, ১৬:১৯
নভেল করোনাভাইরাস সৃষ্ট কভিড-১৯ মহামারীর মধ্যেই কঙ্গোতে নতুন করে হানা দিল ইবোলা ভাইরাস। গতকাল সোমবার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সরকার ঘোষণা দিয়েছে, ইকুয়াতিউর প্রদেশের এমবানদাকার ওয়ানগাতা হেলথ জোনে নতুন করে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলার প্রাদুর্ভাবের ইতিহাস বেশ পুরনো। সেই ১৯৭৬ সাল থেকে এ ভাইরাসের সঙ্গে লড়ছে এই অঞ্চলের মানুষ। তবে এবারের লড়াইটা তাদের জন্য একটু ভিন্ন। কেননা বিশ্বের ইতিহাসে ভয়ংকরতম ভাইরাসবাহী রোগ কভিড-১৯ নিয়ে লড়াইয়ের মধ্যেই ইবোলার হানা পড়লো। এছাড়া হামের সঙ্গে দেশটির চলমান লড়াইও বিশ্বের মধ্যে দীর্ঘতম। তবে ধারণা করা হচ্ছে, কঙ্গোয় এটাই ইবোলার চূড়ান্ত প্রাদুর্ভাব।