সরকারি চাকুরেদের এসিআর দাখিলের সময় বাড়লো ২ মাস
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০২ জুন ২০২০, ১৪:৫৮
করোনা ভাইরাস মহামারির কারণে সরকারি চাকুরেদের ২০১৯ সালের এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে পৌঁছানোর সময়সীমা বাড়িয়েছে সরকার।
মঙ্গলবার (২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, করোনা ভাইরাস মহামারির কারণে বিরাজমান বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসিআর দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন করে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে এসিআর পৌঁছানোর সময় ৩১ মে’র পরিবর্তে আগামী ৩০ জুলাই পর্যন্ত বাড়ানো হলো।
এ বিষয়টি কেবল ২০১৯ সালের এসিআরের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে। সরকারি চাকরিজীবীদের প্রতিবছর এসিআর দাখিল করতে হয়। তার ভিত্তিতেই পদোন্নতি ও অন্য সুযোগ-সুবিধা পেয়ে থাকেন তারা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে