You have reached your daily news limit

Please log in to continue


শচীনের মেয়ে সারা এখন ডিভা! গ্ল্যামারে ঝলসে দেবেন বলি নায়িকাদের

পিতা ক্রিকেট ঈশ্বর। ভাই অর্জুন ইতিমধ্যেই প্রতিশ্রুতিমান ক্রিকেটারের তকমা পেয়ে গিয়েছে। আর তিনি, সারা টেন্ডুলকার ধীরে ধীরে এগোচ্ছেন নিজের মতো। গত বছরেই স্নাতক পাস করেছিলেন তিনি।  মুম্বাইয়ের ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করতেন সারা টেন্ডুলকার। উচ্চশিক্ষার জন্য পাড়ি দিয়েছিলেন লন্ডনে। ‘ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন’ থেকে সারা মেডিসিন বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন। বিখ্যাত পিতার কন্যা তিনি। তাই বরাবরই সংবাদের শিরোনামে থাকেন। তার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা লজ্জা দেবে যে কোনো প্রতিষ্ঠিত সেলিব্রেটিকেও। ইনস্টাগ্রামেই তার ফলোয়ার সাড়ে ৬ লাখের কাছাকাছি।  গান বাজনা শুনতে বরারই পছন্দ করেন সারা। প্রখ্যাত ব্রিটিশ গায়ক এড শিরানের সঙ্গে সারা টেল্ডলকারের বেশ ভাল সম্পর্ক। তারকা খ্যাতিতে তিনি ইতোমধ্যেই উঠতি প্রজন্মের সেলিব্রেটি যেমন জাহ্নবী কাপূর, সারা আলি খান, অনন্যা পাণ্ড্যদের রীতিমতো চ্যালেঞ্জ জানাতে পারেন। সারা গত বছরেই ২০ বছরে পা দিয়েছেন। পিতার মতোই লো প্রোফাইল উপস্থিতি বজায় রাখতে পছন্দ করেন সারা। শেষবার আকাশ অম্বানী ও শ্লোকা মেটা-র বিয়ের অনুষ্ঠানে আলাদা করে নজর কেড়েছিলেন তিনি।  সারা তেন্ডুলকর মানেই গ্ল্যামার আর বুদ্ধির ককটেল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন