বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৩ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ৮৪ হাজার ৬৫১ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৩ হাজার ৪০২ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২৯ লাখ তিন হাজার ৪১৮ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ছয় লাখ ১৫ হাজার ৪১৬ জন, ব্রাজিলে দুই লাখ ১১ হাজার ৮০, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, জার্মানিতে এক লাখ ৬৫ হাজার ৯০০, রাশিয়ায় এক লাখ ৭৫ হাজার ৮৭৭ জন, ইতালিতে এক লাখ ৫৮ হাজার ৩৫৫, তুরস্কে এক লাখ ২৮ হাজার ৯৪৭, ইরানে এক লাখ ২১ হাজার চার, ভারতে ৯৫ হাজার ৭৫৪, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৩১৫, পেরুতে ৬৮ হাজার ৫০৭ এবং ফ্রান্সে ৬৮ হাজার ৪৪০ জন সুস্থ হয়ে উঠেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.