মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে ৫০০ পিস ‘কেএন-৯৫ মাস্ক’ তুলে দিয়েছেন চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ান কনসাল জেনারেল স্থপতি আশিক ইমরান ও চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মোরশেদ আরিফ চৌধুরী। সোমবার (১ জুন) মেয়রের দফতরে এসব মাস্ক হস্তান্তর করা হয়।
এ সময় মেয়র বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী মানব সমাজকে হুমকির মুখোমুখি করেছে। এই পৃথিবী তথা দেশে এতবড় মানবিক বিপর্যয় আগে কখনো ঘটেনি। এই মরণব্যাধি করোনা ভাইরাসের থাবা বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে বিপর্যস্ত হচ্ছে জনজীবন।
তিনি বলেন, দুর্যোগকালীন সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় স্থান পাবে না। তার একমাত্র পরিচয় মানুষ। সরকারি, বেসরকারি সংস্থা ও করপোরেট হাউসগুলো মিলিতভাবে করোনা ভাইরাস মোকাবিলায় কাজ করছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক।
স্থপতি আশিক ইমরান জানান, চীন থেকে আমদানি করা উন্নতমানের কেএন-৯৫ মাস্ক হলি ক্রিসেন্টসহ চট্টগ্রাম সিটি করপোরেশনের করোনা চিকিৎসাকেন্দ্রের জন্য উপহার দিয়েছি আমরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.