কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভকালে বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন ট্রাম্প

বণিক বার্তা প্রকাশিত: ০১ জুন ২০২০, ২০:০১

হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ চলাকালীন ভূগর্ভস্থ বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার রাতে প্রায় এক ঘণ্টা বাঙ্কারে ছিলেন তিনি। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থার একজন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছে। দুটি সূত্র সিএনএনকে জানায়, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও তাদের ছেলে ব্যারনকেও বাঙ্কারে নিয়ে যাওয়া হয়েছিল।

প্রেসিডেন্ট পরিবারের নিরাপত্তায় নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সূত্রটি বলেছে, কর্তৃপক্ষ যদি ট্রাম্পকে সরিয়ে নেয়, তাহলে পরিবারের সবাইকেই অর্থাৎ মেলানিয়া ও ব্যারনকেও সরিয়ে নিতে হবে। দ্বিতীয় সূত্রটি বলে, হোয়াইট হাউজের নিয়মই হলো, প্রেসিডেন্টকে জরুরি অপারেশন সেন্টারে স্থানান্তরিত করলে তার পরিবারের সদস্যদেরও সরানো হবে।

গত সপ্তাহে মিনিয়াপোলিসে এক পুলিশ কর্মকর্তা কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় শুক্রবার রাতে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করে সাধারণ মানুষ। আর এ বিক্ষোভকারীদের সামাল দেয়ার জন্য পরদিন ট্রাম্প সিক্রেট সার্ভিসের প্রশংসা করেন। শনিবার হোয়াইট হাউসের বিক্ষোভ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ট্রাম্প নিজেকে নিরাপদ ঘোষণা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও