কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৬৫ দিন পর কর্মব্যস্ত শাহজালাল বিমানবন্দর, বাতিল ২ ফ্লাইট

সমকাল প্রকাশিত: ০১ জুন ২০২০, ১৯:০৪

মহামারি করোনা পরিস্থিতিতে গত ২৫ মার্চ থেকে টানা ৬৫ দিন বন্ধ থাকার পর ফের কর্মব্যস্ত হয়ে উঠেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সোমবার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ৩টি অভ্যন্তরীণ রুটে শুরু হয়েছে বিমান চলাচল। ফলে সকাল থেকেই বিমানবন্দরে ভিড় জমাতে থাকেন যাত্রীরা।তবে শুরুতেই যাত্রী সংকটে বাতিল হয়েছে ঢাকা-চট্রগ্রাম ও সিলেট রুটে ২টি বাংলাদেশ বিমানের ফ্লাইট।


এ ছাড়া ঢাকা থেকে ৪ জন যাত্রী নিয়ে নির্ধারিত সময় সকাল পৌনে ৮টায় সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যায় বিমানের প্রথম ফ্লাইট।সংশ্লিষ্টরা জানান, করোনা প্রতিরোধের অংশ হিসেবে বিমানবন্দরে নানা পদক্ষেপ নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।সরেজমিন বিমানবন্দর ঘুরে বিভিন্ন নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, অভ্যন্তরীণ টার্মিনালে প্রবেশের আগে থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া বেবিচকের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস ও মাস্ক দেওয়া হচ্ছে যাত্রীদের।


শারীরিক দূরত্ব নিশ্চিত করতে যাত্রীরা নির্দেশ মতো নির্ধারিত স্থানে দাঁড়াচ্ছেন কি না, সেসব তদারকিতে কাজ করছেন বেবিচকের নিরাপত্তা কর্মীরা।ইউএস বাংলা এয়ারলাইন্সের চট্রগ্রামগামী যাত্রী আবেদ আলী সমকালকে বলেন, স্বাস্থ্যবিধি মেনেই বিমানবন্দরে আসা হয়। মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ফ্লাইট চলাচল। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হওয়ায় শারীরিক দূরত্ব মেনেও টার্মিনালে প্রবেশ করা হয়।তিনি বলেন, শুধু আমি নই, করোনা সংক্রমণের ভয়ে স্বাস্থ্য বিধি মেনে চলছেন সব যাত্রী।

বেসরকারি ইউএস-বাংলা, নভোএয়ার ও বিমান বাংলাশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইট সমূহ ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও সৈয়দপুরে ছেড়ে গেছে।       এ দিকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার সকালে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনাল পরিদর্শনে যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও