You have reached your daily news limit

Please log in to continue


শেষ হচ্ছে ৫২ বছরের ‘অভিসার’

দীর্ঘদিন বাংলাদেশের চলচ্চিত্রে দুরবস্থা চলছে। কমে আসছে সিনেমা হলের সংখ্যা। কমছে নতুন চলচ্চিত্রও। এরই মধ্যে দুঃসংবাদ, অগণিত মানুষের স্মৃতি জড়ানো অভিসার হল ভাঙা হচ্ছে ‘টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ারকন্ডিশন হয়েছে’ মতিনের গাওয়া এই গানটি একসময় বেশ জনপ্রিয় হয়েছিল। গানটির সুর করেছেন শাহীন কামাল। লিখেছেন মতিন চৌধুরী ও মামুন আকন্দ। নতুন আঙ্গিকে গানটির সংগীতায়োজন করেন ডিজে রাহাত ও মীর মাসুম। ‘ঢাকা অ্যটাক’ চলচ্চিত্রে আইটেম গান হিসেবে ব্যবহার করা হয়। পরে গানটি জনপ্রিয়তা পায়। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় অভিসার। ২৬ কাঠা জায়গাজুড়ে অবস্থিত অভিসার সিনেমা হলটি ভেঙে নির্মাণ করা হচ্ছে কমিউনিটি সেন্টার। ত
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন