You have reached your daily news limit

Please log in to continue


চীনা পণ্য বর্জনের ডাক দিলেন ওয়াংচুক-মিলিন্দ-আরশাদ ওয়ারসি

যে শিক্ষা সংস্কারকের প্রেরণায় নির্মিত হয়েছিল সুপারহিট ‘থ্রি ইডিয়টস’, ভারতের লাদাখের সেই বিখ্যাত ইঞ্জিনিয়ার সোনম ওয়াংচুক এবার ডাক দিয়েছেন চীনা পণ্য বর্জনের। তার ডাকে সুর মিলিয়েছেন বলিউড তারকারাও। ইতোমধ্যে ওয়াংচুকের আহ্বানে সাড়া দিয়ে টিকটক ছেড়েছেন ভারতের প্রথম পুরুষ সুপারমডেল মিলিন্দ সোমন। এ আহ্বানে সুর মিলিয়েছেন বলিউড অভিনেতা রণবীর শোরে, আরশাদ ওয়ারসি-সহ অনেকেই। জম্মু-কাশ্মীর সংলগ্ন লাদাখে চীনা আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে সে দেশের পণ্য বয়কটের ডাক দিয়েছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত সোনম ওয়াংচুক। চীনা পণ্য বয়কট প্রসঙ্গে বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি বলেন, ‘আমি সচেতনভাবেই চীনা পণ্য ব্যবহার বন্ধ করে দিয়েছি। যেহেতু আমরা যা কিছু ব্যবহার করি, তার বেশিরভাগ পণ্যই চীনা, তাই এগুলি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে একটু সময় লাগবে। তবে আমি নিশ্চিত একদিন আমাদের দেশ সম্পূর্ণভাবে চাইনিজ পণ্যমুক্ত হয়ে উঠবে। আপনাদের সকলেরই এবিষয়ে উদ্যোগ নেওয়া উচিত।’ ওয়াংচুকের এই ডাকে সাড়া দিয়েছেন অভিনেতা রণবীর শোরে। তিনি ‘বয়কট চায়না’ হ্যাশট্যাগে লিখেছেন, ‘অবশ্যই ভাইসাব’। এই আহ্বানে ইতোমধ্যেই এগিয়ে এসেছেন টেলি অভিনেত্রী কাম্যা পাঞ্জাবি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন