উইকিপিডিয়ার ছবি প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন যেভাবে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০১ জুন ২০২০, ১০:২২
বাংলাদেশে চতুর্থবারের মতো শুরু হয়েছে উইকিপিডিয়ার ছবি প্রতিযোগিতা ‘উইকি লাভস আর্থ ২০২০’। দেশের সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল ও এর জীববৈচিত্র্যের ছবি নিয়ে আয়োজিত এ প্রতিযোগীতা আজ থেকে শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত।
বাংলাদেশের প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলের যেকোনো সময় তোলা ছবি জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। প্রতিযোগিতায় একজন একাধিক ছবি জমা দিতে পারবেন। প্রতিযোগিতা শেষে প্রতিটি দেশ থেকে সেরা ১০টি ছবি আন্তর্জাতিক জুরিদের কাছে পাঠানো হবে। সেই ছবিগুলো থেকে সেরা ১৫টি ছবি আন্তর্জাতিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে।
আন্তর্জাতিকভাবে সেরা ১৫টি ছবির জন্য রয়েছে ৩০০০ হাজার থেকে ২০০ ইউরো সমমূল্যের অ্যামাজন গিফট ভাউচার, সার্টিফিকেটসহ আরো অন্যান্য পুরস্কার। স্থানীয় পর্যায়েও বিজয়ীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার।