অক্সফোর্ড অভিধানে নতুন শব্দ ‘কোভিডিয়ট’
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০১ জুন ২০২০, ০৯:১৮
বিশ্ববিখ্যাত দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে যুক্ত হয়েছে নতুন শব্দ ‘কোভিডিয়ট’। এর ইংরেজি বানান covidiot। কোভিড-১৯ প্রতিরোধে যারা সামাজিক দূরত্ব মানছেন না, বরং অন্য ব্যক্তিদের বিরক্তির কারণ হয়, তাকে ‘কোভিডিয়ট’ বলা হয়।
অক্সফোর্ড অভিধানের যাত্রা ১৮৫৭ সালে। প্রতি বছর গড়ে এই অভিধানে ১ হাজার শব্দ যোগ হয়। পাঠকদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে অক্সফোর্ড নিয়ম করে অভিধানে কিছু নতুন শব্দ যোগ করে। আবার কিছু শব্দ বাদ দেয়।
গত ১৬০ বছরে অক্সফোর্ড অভিধানে শব্দ সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৪৭৬টিতে।