আরো উঁচুতে বায়ার্ন

ইত্তেফাক প্রকাশিত: ০১ জুন ২০২০, ০৭:৪৩

আগের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয়ই বায়ার্নকে টানা অষ্টম বুন্ডেসলিগা শিরোপার পথে এগিয়ে দিয়েছিল। গত শনিবার রাতে ফরচুনা ডুইসেলডর্ফকে ৫-০ ব্যবধানে হারিয়ে বরুসিয়ার সঙ্গে ব্যবধানটা ১০ পয়েন্টে নিয়ে এসেছে কোচ হ্যান্সি ফ্লিকের দল।

নিজেদের মাঠে শুরু থেকেই ম্যাচে চালকের আসনে থাকা বায়ার্ন এগিয়ে যায় ১৫ মিনিটে, ম্যাথিয়াস জার্গেনসেনের আত্মঘাতী গোলে। ২৯ মিনিটে ব্যবধান বাড়ান বেঞ্জামিন পাভার্ড। ৪৩ মিনিটে রবার্ট লেভান্ডোভস্কির লক্ষ্যভেদ সফরকারীদের সব সম্ভাবনাই শেষ করে দেয়। ৫০ মিনিটে আবারও লেভান্ডোভস্কি চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ব্যক্তিগত ৪৩তম গোলটির দেখা পান। দুই মিনিট পর আলফন্সো ডেভিসের গোলে বড়ো জয় নিশ্চিত হয় বায়ার্নের।

এর ফলে এক ম্যাচ বেশি খেলে বরুসিয়া থেকে দশ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান আরো পোক্ত করে ব্যাভারিয়ানরা। তবে গত রাতে বরুসিয়া ডর্টমুন্ড প্যাডারবর্নের বিপক্ষে জিতে থাকলে ব্যবধানটা আবারও সাতে নেমে আসবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও