কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় ঢাবি শিক্ষক শাকিল উদ্দিন আহমেদের মৃত্যু

ডেইলি স্টার প্রকাশিত: ৩১ মে ২০২০, ২৩:১১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ মারা গেছেন।

ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদ গত কয়েকদিন দিন ধরে রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার পরিবারের সদস্যদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা জানিয়েছেন, অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদের ফুসফুসে ইনফেকশন ছিল। করোনা শনাক্ত হওয়ায় তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল।’

‘কিন্তু দুর্ভাগ্য যে, তিনি আমাদের রেখে চলে গেলেন। অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদের মৃত্যুতে আমরা শোকাহত, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই’, বলেন তিনি।

প্রক্টর আরও বলেন, ‘যতদূর জানতে পেরেছি অধ্যাপক শাকিল উদ্দিন আহমেদের স্ত্রীও একজন অধ্যাপক। উনি একটি কলেজে অধ্যাপনা করেন। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও