You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রামে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, পাসের হারে ছেলেরা

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলেও পাসের হারে এগিয়ে রয়েছে ছেলেরা। তবে পাসের হারে কম হলেও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে মেয়েরা। রোববার শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসিতে ১৯৬টি কেন্দ্রে এক লাখ ৪৪ হাজার ৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে পাস করেছে এক লাখ ২১ হাজার ৮৮৮ জন। এরমধ্যে ৫৫ হাজার ৮৩৯ ছাত্র এবং ৬৬ হাজার ৩৯ ছাত্রী। ছেলেদের পাসের হার শতকরা ৮৪.৯৩ শতাংশ এবং মেয়দের পাসের হার শতকরা ৮৪.৬০ শতাংশ। সে হিসেবে পাসের হারে ০.৩৩ শতাংশে এগিয়ে ছেলেরা। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার আটজন। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। এরমধ্যে চার হাজার ২৪৫ ছাত্র এবং চার হাজার ৭৭৬ ছাত্রী রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন