কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বন্যপ্রাণীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বঙ্গবন্ধু সাফারি পার্ক

নুষের চলাফেরা না থাকায় প্রাকৃতিকভাবে বন্যপ্রাণীদের অভয়আশ্রম হয়ে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। প্রাকৃতিক রূপে সেজেছে এ পার্ক। আর অবাধে বিচরণ করছে পাখিসহ নানা প্রজাতির বন্যপ্রাণী। যেন বন্যপ্রাণীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রায় দুই মাস যাবত এই পার্কটি বন্ধ রয়েছে। যার ফলে দর্শনার্থীসহ কোন মানুষই পার্কের চলাফেরা করছেন না। আর এ কারণেই পার্কটি প্রাকৃতিক পরিবেশ ফিরে পেয়েছে। গাছে গাছে বিভিন্ন প্রজাতির হাজার হাজার পাখি ও বন্যপ্রাণীরা বিচরণ করছে। বন্যপ্রাণী ও পাখিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বিভিন্ন প্রজাতির গাছপালায় ঘেরা এই পার্কটি। নানান প্রজাতির পাখিদের মনমুগ্ধকর কলকাকলি ও কিচিরমিচির আওয়াজ। ছবি: বাংলানিউজপার্কে অবাধে চলাফেরা করছে নানা প্রজাতির বন্যপ্রাণীরাও। প্রাকৃতিকভাবেই এখানে ডাহুক, তিলা ঘুঘু, ইউরেশিয়ান ঘুঘু, নীলকণ্ঠ, সাধারণ মাছরাঙ্গা, কমলা মাছরাঙ্গা, বিভিন্ন ধরনের মুনিয়া পাখি, জঙ্গল ময়না, বাথ শালিক, গাঙ শালিক, কাঠ শালিক, পানকৌড়ী, চড়ুই, বাবুই, বুলবুলি, কোকিল ও বকসহ বিভিন্ন প্রজাতির পাখির সমাগম অনেক বেড়েছে। পার্কে থাকতে শুরু করেছে এসব পাখিরা। এক কথায় বলা চলে এসব পাখির কলকাকলিতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক হয়ে উঠেছে পাখি ও বন্যপ্রাণীদের স্বর্গরাজ্য।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন