সবার পছন্দের আলুর দম
আলু নতুন হোক বা পুরনো, ছোট কিংবা বড়, ঝাল স্বাদের মাখামাখা ঝোলের আলুর দম সবার পছন্দের একটি পদ। গরম ভাত কিংবা রুটি-লুচির সাথে আলুর দম অতুলনীয়। দেখে নিন কীভাবে রাঁধবেন মজার এই খাবারটি।
১. আলু সিদ্ধ করে ছিলে রেখে দিতে হবে। বড় কড়াইতে তেল গরম করে পাঁচ ফোড়ন, দারুচিনি, তেজপাতা ও চিনি দিয়ে নেড়ে এতে পেঁয়াজ কুঁচি, আদা বাটা ও লবণ দিয়ে কষাতে হবে এবং এতে টমেটো বাটা দিতে হবে।
২. একটি বাটিতে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া দুই টেবিল চামচ পানিতে মিশিয়ে নিতে হবে। মসলার এই মিশ্রনটি কড়াইতে দিয়ে নাড়তে হবে।
৩. মসলা মাখামাখা হয়ে আসলে সিদ্ধ আলুগুলো এতে দিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে, যেন আলুগুলো ডুবে থাকে। চুলার আঁচ কিছুটা কমিয়ে দিয়ে উপরে গরম মসলা ছিটিয়ে দিতে হবে এবং এভাবে ৫ মিনিট রাঁধতে হবে।
৪. আলুর সাথে মসলা মাখামাখা হয়ে আসলে নামিয়ে উপরে ধনিয়া পাতা কুঁচি ছড়িয়ে পরিবেশন করতে হবে আলুর দম।
- ট্যাগ:
- লাইফ
- বিখ্যাত রেসিপি
- আলুর দম