ভারতে পঙ্গপালের হামলাকে পাপের ফল বললেন ‘দঙ্গল’ অভিনেত্রী

সমকাল প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৮:৩৪

ভারতে সম্প্রতি পঙ্গপালের হামলাকে পাপের ফল বলে মন্তব্য করেছেন আমির খানের‘দঙ্গল’ ছবির অভিনেত্রী জাইরা ওয়াসিম। গত ২৭ মে বিতর্কিত এই টুইট করেছিলেন জাইরা। টুইট করা মাত্রই কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি । সমালোচনার মুখে পরে সেই পোস্ট মুছে ফেলেন জাইরা।

এনডিটিভি জানিয়েছে, ভারতে পঙ্গপালের হামলা পাপের ফল। আল্লাহর রোষে এই পরিণতি, কর্মফল। কোরআনের সুরা আ’রাফের এই আয়াত উল্লেখ করে টুইট করেন জাইরা ওয়াসিম।ভারতে করোনা-আম্পান সংকটের মধ্যেই  হানা দেয় পঙ্গপাল। মরুভূমি থেকে আসা এই পঙ্গপাল ইতিমধ্যে দেশটির প্রায় ৫০ জেলায় হানা দিয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে।  তবে ভারতে পঙ্গপালের হানা এবারই প্রথম নয়। এর আগে  ২০১৯ সালেও একবার পঙ্গপালের দল ভারতে হানা দিয়েছিল।প্রসঙ্গত, জাইরা ওয়াসিমের শুরুটা হয়েছিলো ধামাকাদার। ২০১৬ সালে মাত্র ১৬ বছর বয়সে আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ ছবিতে কুস্তিবিদ গীতা প্রগতের চরিত্রে অভিনয় করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও