কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গল্পের সময় আচমকা বিপদে দুই বোনের মৃত্যু

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৬:৫৬

নানা কর্মকাণ্ড ছাড়া করোনাকালে ঘরবন্দী মানুষের সময় কাটানোর একমাত্র ভরসা পরিবারের মা-বাবা, ভাই-বোন। তেমনি অবসর সময় কাটাতে একটি আবাসনের বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিলেন দুই বোন। গল্প করা অবস্থায় আচমকা ভয়াবহ বিপদে পড়েন তারা। এতে ১৩ ঘণ্টার ব্যবধানে দুই বোনেরই মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ভারতের বেলুড়ের অম্বিকা টাওয়ার আবাসনের এ ব্লকের বারান্দা আচমকা ছিটকে পড়ে হৃদয়স্পর্শী দুর্ঘটনাটি ঘটে। ব্লকে দীপ্তি ধুন্দ ও তার বোন অনুরাধা শর্মা থাকতেন।

বারান্দা ছিটকে পড়লে দীপ্তি মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বোন অনুরাধার অবস্থা আশঙ্কাজনক থাকায় হাসপাতালে নেয়া হয়। রোববার সকালে তিনিও মারা যান। আবাসনের বাসিন্দাদের অভিযোগ, আবাসনে দীর্ঘদিন ধরেই রক্ষণাবেক্ষণের অভাব ছিল। অনেকবার সতর্ক করার পর কর্তৃপক্ষ পাত্তা দেয়নি।  সাবেক মেয়র বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে আবাসনটিতে কোনো রক্ষণাবেক্ষণ নেই। এর আগে বিপদ এড়াতে আবাসনের বেশ কিছু অংশ ভাঙার নির্দেশনা দেয়া হয়। সেটি আবাসন কর্তৃপক্ষ মানেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও