![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020May/sm/sylet bg20200531154356.jpg)
গণিত বাড়িয়ে দিলো সিলেট বোর্ডের পাসের হার
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৫:৪২
সিলেট: গণিত, ইংরেজি ও আইসিটি। এই তিন বিষয় হয়ে ওঠে সিলেট শিক্ষা বোর্ডের ফল বিপর্যয়ের কারণ। বিগত বছরগুলোতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় ফলাফলে ধ্বস নামিয়েছে এই তিন বিষয়। কখনো গণিত, কখনো বা ইংরেজি আবার আইসিটি হয়ে ওঠে শিক্ষার্থীদের ভীতির কারণ।