করোনা মহামারিতে চুপিচুপি সাহায্য করতেন ইরফান খান। সম্প্রতি জিয়াউল্লাহ নামের ইরফানের এক বন্ধু এই খবর প্রকাশ্যে এনেছেন। ভারতীয় সংবাদমাধ্যমকে জিয়াউল্লাহ জানিয়েছেন, ইরফান প্রায়ই মানুষকে সাহায্য করতেন। কিন্তু সবসময় খেয়াল রাখতেন যাতে এনিয়ে কোনও খবর কখনও মিডিয়ায় প্রকাশিত না হয়। করোনা আক্রান্তদেরও অনুদান দিয়েছিলেন ইরফান। কিন্তু কেউ যেন এই ব্যাপারে মিডিয়াকে না বলে, তা সবাইকে বলেছিলেন তিনি।
ইরফানের এই বন্ধু জানান, করোনা পরিস্থিতিতে দেশের মানুষকে সাহায্য করার কথা ভেবেছিলেন তিনি ও তার কয়েকজন বন্ধু। ইরফান যখন সেকথা জানতে পারেন, তিনিও এগিয়ে আসেন। দরিদ্র মানুষদের সাহায্যার্থে গঠন করা সেই তহবিলে ইরফান নিজে অর্থ দিয়েছিলেন। তার একটিমাত্র শর্ত ছিল। এই সাহায্যের কথা যেন কেউ জানতে না পারে।
তিনি বিশ্বাস করতেন, বাম হাত কী দিয়েছে, তা ডান হাতের জানা উচিত নয়। তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল মানুষের শান্তি। জিয়াউল্লাহ বলেন, ছোটবেলায় যখন ও ঘুমাত, তখন বিছানার পাশে ঘুড়ি নিয়ে ঘুমাত। যখনই আসত, গোটা এলাকা পজিটিভিটিতে ভরে যেত। ও ওর মায়ের খুব কাছের মানুষ ছিল। মায়ের অসুস্থতার কথা শুনলেই ছুটে আসত। খুব অল্প সময়ের জন্য হলেও ইরফান আসত। তবুও মায়ের সঙ্গে দেখা করা কোনওভাবেই মিস করত না। মায়ের মৃত্যুতেই প্রচণ্ড ভেঙে পড়েছিলেন ইরফান খান। সেকথাও জানান জিয়াউল্লাহ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.