You have reached your daily news limit

Please log in to continue


নতুন চমক নিয়ে আসছে ‘পরের মেয়ে’

গেল জানুয়ারির মাঝামাঝি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুরু হয় নতুন ধারাবাহিক ‘পরের মেয়ে’। এরই মধ্যে দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছে ধারাবাহিকটি। শুধু গৃহে টিভির পর্দায় দর্শক এ নাটক দেখছেন এমন নয়, অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও নন্দিত হচ্ছে। জীবন ও বাস্তবতার গল্প নিয়ে এ ধারাবাহিক নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। মাঝে করোনার প্রকোপে বন্ধ হয়ে যায় নাটকের শুটিং। দর্শক বঞ্চিত হয় নতুন পর্ব থেকে। তবে করোনার এই সময়ে দর্শকের জন্য সুখবর, আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে ‘পরের মেয়ে’ নাটকের শুটিং, থাকছে চমক। জুলাই মসের প্রথম সপ্তাহ থেকে দর্শক দেখতে পাবেন নতুন পর্ব। এ বিষয়ে নির্মাতা হাবীব শাকিল এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা ৬ মে থেকে নাটকের শুটিং শুরু করছি। দর্শকের আগ্রহের কথা চিন্তা করেই মূলত এখনই নাটকের শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। জুলাই থেকে নতুন পর্ব দেখতে পাবেন দর্শক। নতুন পর্বে নতুন কিছু চমক থাকবে।’ ‘পরের মেয়ে’ নাটকের অভিনয়শিল্পীরা। ছবি : সংগৃহীত কী চমক থাকছে, জানতে চাইলে হাবীব শাকিল বলেন, ‘আগে বলে ফেললে তো আর সেটা চমক হয় না। যেহেতু চমকগুলো দর্শকের জন্য, তাই নতুন পর্ব দেখলেই সবাই টের পাবেন।’ শুটিংয়ে সুরক্ষা প্রসঙ্গে হাবীব শাকিল বলেন, ‘যেহেতু সারা বিশ্বে এখন করোনার প্রকোপ, তাই সুরক্ষার বিষয়টি আমরা আগেই চিন্তা করে রেখেছি। পুরো ইউনিটকে কীভাবে জীবাণুমুক্ত রাখা যায়, কীভাবে নিজেদের সুরক্ষিত রাখব, সে বিষয়ে আমরা এরই মধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। সেই হিসেবে প্রস্তুতি নিচ্ছি। কারণ, সবার জীবনই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন