ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের দাবিতে বিক্ষোভ

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৫:১৪

ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের দাবিতে বিশাল বিক্ষোভ করেছে দেশটিতে বসবাসকারী হাজারও অভিবাসী। ফ্রান্সে অভিবাসীদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করে এমন ১৯৬ টি সংগঠন সম্মিলিত ভাবে পূর্বের ঘোষণানুযায়ী এ আন্দোলনের ডাক দেয়।

বর্তমানে করোনাকালীন স্বাস্থ্য ঝুঁকির কারণে ফ্রান্সে ১০ জনের অধিক লোক সমাগমে নিষেধাজ্ঞা থাকার কারণে প্রশাসনের পক্ষ থেকে এ সমাবেশের অনুমতি দেয়া হয়নি।

আন্দোলনকারীরা বলছে, করোনা সংকটকালীন সময়ে ইতালি অনিয়মিত অভিবাসীদেরকে বৈধতার আওতায় আনছে, পর্তুগালসহ কয়েকটি দেশ এ প্রক্রিয়া সহজ করেছে কিন্তু ফ্রান্স সরকার এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি।
ফ্রান্সের বর্তমান সংসদে ১০৪ জন এমপি অভিবাসীদের নিয়মিতকরণের প্রস্তাবনা দিয়ে লিখিত আবেদন করছেন কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কোন ঘোষণা আসেনি, অন্যদিকে দেশটিতে কাগজহীন অভিবাসীরা চরম সংকটে দিনাতিপাত করছেন বলে জানান তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে