কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধামরাইয়ে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৪:১৭

ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা। এর আগে শনিবার (৩০ মে) ওই ব্যক্তি করোনা পজিটিভ বলে জানা যায়, রোববার ভোরে তার মৃত্যু হয়। তিনি ধামরাইয়ের কাকরান এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন বলে জানা গেছে।

ডা. নুর রিফফাত আরা জানান, মৃত ওই ব্যক্তির পরিবারের আরো দুই সদস্য করোনা ভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়েছেন। এ কারণে তাদের বসবাস করা বাড়িটি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রাশাসন।

এই ভাইরাসে আক্রান্ত হয়ে ধামরাইয়ে এই প্রথম এক ব্যক্তির মৃত্যু হলো। আর এ পর্যন্ত ধামরাইয়ে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন ও মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৯৩ জনের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও