কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা: বিশ্বে আক্রান্ত ছাড়াল সাড়ে ৬০ লাখ

ইত্তেফাক প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৩:০৮

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা সাড়ে ৬০ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের দুই তৃতীয়াংশই যুক্তরাষ্ট্র ও ইউরোপের। এই রিপোর্ট লেখার সময় জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে মোট ৬০ লাখ ৬৩ হাজার ৭২৫ জন। মারা গেছে ৩ লাখ ৬৯ হাজার ২৫৪ জন। এর মধ্যে ইউরোপ করোনা ভাইরাসে পর্যুদস্ত হয়েছে সবচেয়ে বেশি।

ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যানে বলা হয়েছে, করোনা থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৭ লাখের বেশি মানুষ। বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৭ লাখ ৭০ হাজার ৩৮৪ জন কোভিড- ১৯ রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ৩ হাজার ৭৮১ জন।

বর্তমানে ল্যাটিন আমেরিকায় ভাইরাসটি হু হু করে ছড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে ৪৫ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৪৪ হাজার ৬৯৫ জন এবং মারা গেছে ৪৯ হাজার ২৩০ জন। এ এফপি, জনস হপকিন্স ইউনিভার্সিটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও