You have reached your daily news limit

Please log in to continue


বিস্ময়কর স্মার্ট চশমা আনছে অ্যাপল

প্রযুক্তির জগতের সবচেয়ে বিস্ময়কর পণ্য বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। মূলত এটি একটি স্মার্ট গ্লাস, যা আগামী দিনের স্মার্টফোনের ধারণাকেই বদলে দেবে। ইউটিউব চ্যানেল ‘ফ্রন্ট পেজ টেক’-এ ডিভাইসটির ডিজাইন, রহস্যময় অনেক ফিচার, নামকরণ, মূল্য ও বাজারের আসার তারিখ নিয়ে কিছু সম্ভাব্য তথ্য ফাঁস করা হয়েছে। জানা গেছে, ইন্টারনেট ব্রাউজিং, অডিও-ভিডিও কলিং, ছবি তোলা, ভিডিও করা, ম্যাপ দেখা, ফেস ও লোকেশন রিকগনাইজ করাসহ অনেক সুবিধা থাকবে এই চশমায়। আইফোনের সঙ্গে কানেক্টেড থেকে অ্যাপলের এই ডিভাইস তথ্য সংগ্রহ করতে পারবে বলে জানানো হয়েছে ওই ভিডিওতে। এছাড়া অ্যাপলের চশমায় iPad Pro এর মতো AR সেন্সর থাকবে ভার্চুয়াল রিয়েলিটির জন্য ও প্রজেক্টর থাকবে চশমার পেছনে কন্টেন্ট দেখার জন্য।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন