কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চলাচল শুরু করেছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ মে ২০২০, ১০:৫৩

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর যাত্রী নিয়ে চলচাল শুরু করেছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি। তবে প্রথমদিনে তুলনামূলক কম যাত্রী থাকায় বেশ কিছুক্ষণ বিরতি দিয়ে চলাচল করছে ওয়াটার ট্যাক্সিগুলো। অন্যদিকে করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটি আর না বাড়ানোর সঙ্গে সঙ্গে সীমিতভাবে গণপরিবহন (বাস, নৌযান ও ট্রেন) চালু হয়েছে আজ থেকে।

সরকারের নির্দেশনা অনুযায়ী আজ (রোববার) থেকে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সড়কে গণপরিবহন চলাচল করছে। স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী নৌযান ও ট্রেনও চলাচল করছে।

রোববার সকালে গুদারাঘাট ওয়াটার ট্যাক্সি ঘাটে গিয়ে দেখা গেছে, সীমিত সংখ্যক যাত্রী নিয়ে ওয়াটার ট্যাক্সিগুলো চলাচল করছে। সেখানে যাত্রীর উপস্থিতি তেমন একটা নেই বললেই চলে। টিকিট কাউন্টারেও কোন ভিড় নেই। প্রথম দিনে তুলনামূলক যাত্রী কম থাকায় ঘাট সংশ্লিষ্টরা অনেকটা অলস সময় কাটাচ্ছেন। আর যাত্রী কম থাকায় প্রতিটি ওয়াটার ট্যাক্সি যাত্রীদের অপেক্ষায় দীর্ঘসময় ঘাটেই থেমে থাকছে। অর্ধেক আসন পূরণ হওয়ার পর ওয়াটার ট্যাক্সিগুলো ছেড়ে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও