কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ক্রিকেট আরো শক্তিশালী হয়ে ফিরবে : সৌরভ

এনটিভি প্রকাশিত: ৩১ মে ২০২০, ১০:৪০

করোনার প্রকোপে বিপর্যস্ত পৃথিবী। ক্রীড়াঙ্গনেও স্থবিরতা নেমেছে। এর ধাক্কা কাটিয়ে ক্রিকেট মাঠে ফিরছে কবে, তা অনিশ্চিত। তবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী মনে করেন, করোনার প্রভাব কেটে গেলে আরো শক্তিশালী হয়ে ফিরবে ক্রিকেট। তাঁর মতে, একবার প্রতিষেধক আবিষ্কার হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে।

সম্প্রতি একটি অ্যাপের ক্লাসে সৌরভ বলেন, ‘করোনাভাইরাসের আক্রমণে ধাক্কা খেয়েছে সবাই। আমার বিশ্বাস, সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের কাছে ওষুধ ছিল না এই ভাইরাস মোকাবিলা করার জন্য। কিন্তু ছয়-সাত মাসের মধ্যে একবার প্রতিষেধক আবিষ্কার হয়ে গেলে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে।’

কোভিড-১৯ কারণে ক্রিকেট সূচি নিয়ে তীব্র জটলা সৃষ্টি হয়েছে। এ অবস্থা নিয়ে সৌরভ বলন, ‘আমাদের সবার মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা আছে। ক্রিকেটও আবার স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, মানছি সূচিতে কিছু পরিবর্তন হবে। তবে এটাও বলব, ক্রিকেটকে স্বাভাবিক করতে ভারতীয় বোর্ড এবং আইসিসি যা করার করবে।'

বিসিসিআই প্রধান আরো বলেন, ‘একবার প্রতিষেধক আবিষ্কার হয়ে গেলে কোভিড-১৯ রোগও জন্ডিস বা ফ্লুয়ের মতো হয়ে দাঁডাবে, যা সারানো যায়। ক্রিকেটও খুব শক্তিশালী হয়েই ফিরবে। মানছি, ক্রিকেটারদের নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। যা খেলার সামনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও