You have reached your daily news limit

Please log in to continue


জার্মানির গির্জায় মুসলিমদের নামাজ আদায়

করোনা মোকাবিলায় বেশ দক্ষতার পরিচয় দিয়েছে জার্মানি। দেশটিতে বসবাসরত মোট জনসংখ্যার ৬ শতাংশ মুসলিমদের বিরাট একটা অংশ বসবাস করেন রাজধানী বার্লিনে। করোনার বিধিনিষেধের কারণে অনেক মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় এবং বিভিন্ন মসজিদ বন্ধ থাকায় মুসল্লিরা নামাজ আদায় করতে পারছিলেন না। এবার তাদের কথা চিন্তা করে বার্লিনের সার্বজনীন এভাংগিলিউম মার্থা গির্জা কমিটি ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। রাজধানীতে বসবাসরত ধর্মপ্রাণ মুসলিমরা যাতে সুশৃংখলভাবে নামাজ আদায় ও ইবাদত বন্দেগী করতে পারেন সেজন্য খুলে দেয়া হয়েছে গির্জা। এদিকে গির্জায় প্রথমবারের মত নামাজ পড়তে এসে দারুন খুশি এক মুসল্লি৷ তিনি জানান, এ অভিজ্ঞতা দারুণ। এতে সম্প্রীতি বাড়ে। প্রথমবারের মত গির্জায় নামাজে ইমামতি করতে পেরে ইমাম বলেন, এই মহান উদ্যোগ বিশ্বে উদাহরণ সৃষ্টি করবে। এটা ইসলামের জন্য বিশেষ সম্মানের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন