পিপিই পরা কেবিন ক্রু, খাবারবিহীন ফ্লাইটে অন্য রকম আকাশযাত্রা
বার্তা২৪
প্রকাশিত: ৩১ মে ২০২০, ০৮:১৯
করোনাভাইরাসের কারণে বিশ্বের অনেক কিছুই বদলে গেছে। চিরচেনা বহু কিছুই আর দেখা যাবে না। বিশেষ করে করোনাভাইরাসের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে প্লেন চলাচল খাতে। পরিবর্তিত রূপে সোমবার (১ জুন) থেকে পুনরায় শুরু হচ্ছে আকাশযাত্রা।
দুই মাসেরও বেশি সময় লকডাউনের পর সোমবার থেকে আবার আকাশপথে যাত্রী পরিবহন শুরু হলেও পাল্টে যাচ্ছে পুরনো বহু নিয়ম।
এখন কেবিন ক্রদের চিরচেনা রূপে দেখা যাবে না। সবাই পিপিই পরে ফ্লাইটে যাত্রী সেবা দেবেন। যখন তখন আর কেউ কেবিন ক্রকে ডেকে এটা চাই, সেটা চাই- বলতে পারবে না। অভ্যন্তরীণ রুটগুলোতে কোনো এয়ারলাইন্সই আর খাবার সরবরাহ করবে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিয়ম মেনেই এসব করা হচ্ছে।