করোনার উপসর্গ থাকার পরও গোপনে বিয়ে করলেন যুবক
কুষ্টিয়ার ভেড়ামারার এক যুবক শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকার পরও গ্রামের বাড়িতে বিয়ে করলেন।ওই যুবকের শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত ২৩ মে তিনি ঢাকায় নমুনা দিয়েই গ্রামের বাড়ি ভেড়ামারায় চলে আসেন। এসেই পরের দিন ২৪ মে লুকিয়ে বিয়ে করেন পাবনার ঈশ্বরদীতে।
এর পাঁচ দিন পর এই যুবকের শরীরে করোনা শনাক্ত হওয়ার খবর আসে। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘বর্তমানে নব-দম্পতিরা ভেড়ামারায় অবস্থান করছেন। বর করোনা পজিটিভ হওয়ায় আমরা তার শ্বশুরবাড়ি লকডাউন করেছি। সেই সাথে পুনরায় করোনা পজিটিভ ওই বর যেন শ্বশুর বাড়িতে না আসে এজন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং বাড়ি থেকে কাউকে বাইরে বের না হতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়।’ বাড়ির সকলের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। বিয়ের রীতিনীতি মেনে গত বৃহস্পতিবার বউ নিয়ে শ্বশুরবাড়িতে যান রাসেল। শুক্রবার সকালে ঢাকা থেকে জানানো হয় তার করোনা পজিটিভ।
এ খবর জানার পরেই ঈশ্বরদী থেকে নতুন বউ নিয়ে আবারও ভেড়ামারায় গ্রামের বাড়িতে ফিরে আসেন রাসেল। করোনা আক্রান্ত ছেলের সাথে গোপনে মেয়ের বিয়ে দিয়ে বিপাকে পড়ে গেছেন শ্বশুরবাড়ির লোকজন।