আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব গ্রেপ্তার, হামাসের নিন্দা
পূর্ব পশ্চিম
প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৭:৫৫
মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম ইকরামা সাইদ সাবরিকে গ্রেপ্তার করেছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী। শুক্রবার( ২৯মে) বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে তার বাসভবন থেকে গ্রেপ্তার করে মোসাদের সদস্যরা।
আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব সাইদ সাবরিকেকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, খতিব ইকরামা সাবরিকে আটকের মাধ্যমে পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশ ও এবাদতের অধিকার লঙ্ঘন করা হয়েছে। মুসলমানদের এ অধিকারের ওপর আঘাত হানা হয়েছে। তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে আল-আকসা মসজিদকে মুসল্লি-শূন্য করারও চেষ্টা চলছে। মুসল্লি-শূন্য করার ষড়যন্ত্র দীর্ঘ দিন ধরে চলছে বলে তিনি জানান।