You have reached your daily news limit

Please log in to continue


ইরফানের শেষ সিনেমা ‘আংরেজি মিডিয়াম’ নয়

প্রয়াত হওয়ার এক মাস পার হল বলিউডের তুখোড় অভিনেতা ইরফান খানের। কিন্তু তারপরেও যেন তাকে স্মরণ করে যাচ্ছেন তার ভক্তকুল সহ বলিউডের অনেক তারকা। অনেকে এখনো মেনেই নিতে পারছেন না তার এই চলে যাওয়াকে। প্রয়াত হওয়ার আগে সর্বশেষ ইরফান খানকে পর্দায় দেখা গিয়েছিল ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায়। তবে করোনার প্রকোপে সেটি বেশিদিন প্রেক্ষাগৃহে চলেনি। যদিও পরবর্তীতে অনলাইনে এটি মুক্তি পাওয়ায় বেশ জনপ্রিয় হয়েছে। কিন্তু ‘আংরেজি মিডিয়াম’ সিনেমাটি ইরফানের শেষ সিনেমা ছিল না। সম্প্রতি এমন একটি তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। একটি সূত্রের বরাতে প্রথমসারির সংবাদ মাধ্যমগুলো বলছে, বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের বিপরীতে ‘সপ্না দিদি’ নামক একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ইরফান। মূলত ছবিটির কাহিনী মুম্বাইয়ের হুসেন জায়েদীর উপন্যাস মাফিয়া কুইন্সের একটি অধ্যায় থেকে গৃহিত হয়েছিল। যার পরিচালনা করছিলেন বিশাল ভরদ্বাজ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন