You have reached your daily news limit

Please log in to continue


রূপপুর এনপিপির এসজি টিউবের ফিডিং সম্পন্ন

রূপপুর পারমাণু বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রথম বাষ্প জেনারেটরে এসজি টিউবের ফিডিং কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটির দুই ইউনিটের প্রতিটিতে ৪টি করে জেনারেটর থাকবে। রাশিয়ায় ‘এইএম টেকনোলজি’-র ভলগাদন্সক শাখায় এর ফিডিং সম্পন্ন হয়েছে জানা গেছে। তাপ বিনিময়ের কাজে আবশ্যক ১৪ মিটার দীর্ঘ, ৪ মিটারের অধিক ব্যাসের জেনারেটরটির ওজন সাড়ে ৩’শ টন। স্টিম জেনারেটর ভেসেলের ভিতর ‘টিউব বান্ডেল’ সহ অন্যান্য অংশের স্থাপনের কাজে বিশেষজ্ঞদের সময় লেগেছে ২২ দিন। ১১হাজার কয়েলের সমন্বয়ে তৈরি হয়েছে টিউব বান্ডেল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন