১০৩ বছর বয়সে করোনাকে হারিয়ে বিয়ারে চুমুক বৃদ্ধার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৭:৫৬
মহামারি করোনা যেমন লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তেমনি অনেক মানুষ এই ভাইরাসকে পরাজিত করেছেন। তাদের মধ্যে শতবর্ষী কিংবা অশীতিপর অনেকেও রয়েছেন। এইতো সম্প্রতি শতবর্ষী এক বৃদ্ধা করোনা মুক্ত হয়ে নার্সিংহোমের বেডে শুয়েই সশব্দে চুমুক দিলেন বিয়ারের বোতলে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছাড়াও অন্যান্য সংবাদমাধ্যমে সেই বৃদ্ধার করোনাকে হারানোর পর উদযাপনের দৃশ্য প্রচার হয়েছে। তবে এর আগে শতবর্ষী কারও করোনার জয়ের পর এমন উদযাপন দেখা যায়নি। তাইতো নেটিজেনরা মেতেছে বৃদ্ধাকে নিয়ে।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাসিন্দা ১০৩ বছর বয়সী ওই নারীর নাম জেনি স্টেনা। করোনার উপসর্গ দেখা দিলে স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকরা যখন জানান তিনি করোনা পজিটিভ। তারপর সেখানেই তার চিকিৎসা শুরু হয়। করোনার সঙ্গে লড়ে তিন সপ্তাহে সুস্থ হয়ে ওঠেন জেনি।