করোনার মাঝেই শুটিংয়ে ফিরছে টালিউড
লকডাউনের জেরে থমকে গেছে টালিউড। দুই মাসে কলকাতার চলচ্চিত্রে লোকসান গুনতে হয়েছে অন্তত দুইশো থেকে তিনশো কোটি রুপি। এতে করে বিপাকে পড়েছে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট লোকজন।শোনা যাচ্ছে, টলি পাড়ায় করোনা সংক্রান্ত সতর্কতার কথা মাথায় রেখেই শুটিংয়ের ক্ষেত্রেও নিয়ম কিছুটা শিথিল করা হবে।
অচল ইন্ডাস্ট্রিকে পুনরায় চালু করার জন্য কিছু নিয়মকানুন মেনে আবারও শুরু হতে পারে শুটিং। খবর আনন্দবাজারেরবলিউডেও সম্প্রতি শুটিং শুরু হয়েছে। বলিউড এবং দক্ষিণি ছবির শুটিং শুরু হওয়ায় আর পিছিয়ে থাকতে চাইছে না টালিউডও। ইতিমধ্যেই গত বৃহস্পতিবার মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে ফেডারেশন, ইম্পা, আর্টিস্ট ফোরাম, প্রোডিউসারস গিল্ড এবং বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষের তরফে বৈঠক অনুষ্ঠিত হয়।এতে জানানো হয়, আগামী ৪ জুন শুটিং আবার শুরু করার ক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনার দিকে হাঁটতে পারে টলিউড।