ভারত তো বটেই, ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা অধিনায়ক বলা হয় মহেন্দ্র সিং ধোনিকে। উইকেটকিপিংয়ের পাশাপাশি নিয়মিত দলের বোলারদের নির্দেশনা দেয়ার ব্যাপারে সুখ্যাতি আছে তার। কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহালসহ অনেকেই নিজেদের সাফল্যের পিছনে ধোনির কৃতিত্ব দেন। তবে এখানে ভিন্নমত প্রকাশ করেছেন ধোনির সতীর্থ হরভজন সিং।
ধোনির দলে খেলার সময় শার্দুল ঠাকুর অনেক মার খেলেও তিনি পরামর্শ দেননি বলে দাবি করেছেন ভাজ্জি।
সম্প্রতি পুণেতে অনুষ্ঠিত আইপিএলের একটি ম্যাচের কথা উল্লেখ করে হরভজন বলেন, ‘তখন প্রতি বলেই মার খাচ্ছিল শার্দুল। প্রথম বলটায় চার খেল, পরের বলে ছক্কা হজম করল। আমি নিজে ধোনির কাছে গিয়ে বলি, তুমি ওকে বলের অ্যাঙ্গেল পরিবর্তন করতে বলছ না কেন? এছাড়া একটা ফিল্ডারকে তো পিছিয়েও দেওয়া যায়।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.