স্বাধীনতা ঘোষণায় জিয়া ছাড়া অন্য কারো কোনো ভূমিকা ছিল না : মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, স্বাধীনতার ঘোষণায় জিয়াউর রহমান ছাড়া অন্য কারো কোনো ভূমিকা ছিল না। তিনি বলেন, সেক্টর কমান্ডার এ কে খন্দকার একাত্তরের ভেতরে বাহিরে যে বইটি লিখেছেন তার মধ্যেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি জিয়াউর রহমান ছাড়া অন্য কাউকে স্বাধীনতার ঘোষণা দেয়ার কথা শোনেননি। এমনকি ঘোষণার জন্য অন্য কারো অবদান আছে বলে তার জানা নেই।
শনিবার বিকেল তিনটায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা।
মওদুদ বলেন, শহীদ জিয়াউর রহমান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্নবাসিত করে ক্ষমতাসীন করেছেন। আমাদের ভুলে গেলে চলবে না যে শহীদ জিয়াউর রহমান জনগনের রাষ্ট্রনায়ক ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.