You have reached your daily news limit

Please log in to continue


পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদ খুলছে ইরানে

শনিবার থেকে ইরানের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরেছেন। প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, দেশজুড়ে মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজ ফের শুরু হচ্ছে। যদিও দেশটির বেশ কিছু এলাকায় মহামারি করোনাভাইরাসের সংক্রমণ এখনো রয়েছে সর্বোচ্চ পর্যায়ে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রুহানি দেশটির রাষ্ট্রায়ত্ত টিভিতে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত বিধিনিষেধ আরও শিথিল করার ঘোষণা দিয়েছেন। এখন দেশটির শপিং মলগুলো সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার অনুমতি থাকলেও সরকার সেই সময়সীমা আরও বাড়ানোর পরিকল্পনা করছে। রুহানি বলেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে দেশজুড়ে মসজিদগুলোর দরজা ফের মুসল্লিদের জন্য খুলে দেওয়া হবে।’ তবে সামাজিক দূরত্ববিধি ছাড়াও স্বাস্থ্যগত সুরক্ষায় অন্যান্য বিধি মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে। তবে ঠিক কবে মসজিদগুলো খুলে দেওয়া হবে তা নির্দিষ্ট করে বলেননি তিনি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, স্বাস্থ্যগত এসব বিধি কার্যকরে কঠোর পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। মাস্ক না পরলে কেউ বাস, মেট্রো, কমিউটার ট্রেনে উঠতে পারবেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোরভাবে এসব বিধি মানা হচ্ছে কিনা তা নজরদারি করবে বলে জানানো হয়েছে। সরকার পরিচালিত করোনা টাস্কফোর্সের প্রধান আলীরেজা জালি রাষ্ট্রায়ত্ব টিভিতে বলেন রাজধানী তেহরানের পরিস্থিতি এখনো অনুকূলে নেই। তিনি আরও জানান, যদি বিধিনিষেধ প্রত্যাহার করা হয় তাহলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে পরবর্তী পদক্ষেপগুলো আরও জোরালো ভাবে বাস্তবায়ন করতে হবে। ইরানে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৬৬৮ জন। আক্রান্তদের মধ্যে ৭ হাজার ৬৭৭ জন মারা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্রা কিয়ানুশ জাহানপুর বলেন, শুক্রবার দেশের ১৫ প্রদেশের করোনায় কারো প্রাণহানি হয়নি। এছাড়া পাঁচটি প্রদেশে একজন করে মারা গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন