পরিযায়ীদের আগমনে লাফিয়ে বাড়ছে সংক্রমণ
গোটা দেশের নিরিখে পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার অপেক্ষাকৃত কমই ছিল৷ কিন্তু পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরা শুরু হওয়ার সঙ্গে তাল মিলিয়ে এই হার বেড়ে চলেছে৷ দীর্ঘ দু'মাসের লকডাউন পর্ব পার করে পশ্চিমের রাজ্যগুলি থেকে ট্রেনে করে শ্রমিকদের প্রত্যাবর্তন শুরু হয়েছে৷ এখনো পর্যন্ত তিন লাখের বেশি শ্রমিক রাজ্যে পৌঁছেছেন৷
বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, হুগলিসহ বিভিন্ন জেলায় এসে পৌঁছেছে শ্রমিক স্পেশাল ট্রেন৷ এই ট্রেন থেকে নামার পর শ্রমিকদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে৷ রাখা হচ্ছে অস্থায়ী তাঁবুতে৷ তারপর পাঠিয়ে দেওয়া হচ্ছে নির্দিষ্ট জেলায়৷ শ্রমিকরা মূলত আসছেন মহারাষ্ট্র ও গুজরাত থেকে৷ ভারতে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে৷ এর ফলে গত কয়েক দিনে পশ্চিমবঙ্গে করোনা পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে অনেকটাই৷
এই রোগীদের সিংহভাগই পরিযায়ী শ্রমিক৷ পূর্ব বর্ধমান থেকে বাঁকুড়া, হুগলি থেকে বীরভূম, সর্বত্রই একই ছবি দেখা যাচ্ছে৷ বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৩৪৪ জন আক্রান্ত হয়েছেন৷ একদিনের হিসেবে এই হার সর্বোচ্চ৷ অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে করোনা আক্রান্তের সংখ্যা পশ্চিমবঙ্গে সাড়ে চার হাজার ছাড়িয়েছে৷ লাফিয়ে বাড়ছে করোনার উপসর্গসহ রোগীর সংখ্যাও৷