শুটিং না করেই ভাঙ্গতে হচ্ছে ‘ময়দান’ এর জন্য নির্মিত সেট
মহামারী করোনার কারণে ক্ষতির মুখে অজয় দেবগণ অভিনীত আসন্ন সিনেমা ‘ময়দান’। করোনার প্রকোপ শুরুর আগেই ছবিটির শুটিংয়ের জন্য তৈরী হয়েছিলো বিশাল সেট। যা ছিলো প্রায় ১৬ একর জমির উপর। কিন্তু ভারতে চলমান লকডাউন এবং বর্ষা মৌসুমের কারণের ভেঙ্গে ফেলা হচ্ছে বিশাল সেই সেটটি।
এ বিষয়ে ছবিটির প্রযোজক বনি কাপুর বলেছেন, আমরা মুম্বাইয়ের পাশেই বিশাল একটি খোলা মাঠে প্রায় ১৬ একর একটি জমিতে সেটটি নির্মাণ করেছিলাম। কিন্তু শুটিং শুরুর আগেই লকডাউন জারি হওয়ায় পরবর্তীতে আর কোন কাজ সম্পন্ন হয়নি। এদিকে বর্তমানে মুম্বাইয়ে বৃষ্টিপাত হওয়ায় এখন সেটটি ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, যেহেতু বিশাল এই সেটটি পুননির্মাণে কমপক্ষে দুই মাস সময় লাগবে, সুতরাং পুনরায় এর সেট নির্মাণ সেপ্টেম্বরের প্রথম দিকে শুরু হবে এবং শুটিং শুরু হতে হতে সময় লেগে যাবে প্রায় নভেম্বর। ফলে বিশাল এক ক্ষতির মুখে পড়তে হবে ছবির সাথে সংশ্লিষ্ট সবারই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.