রূপপুর পারমাণবিক প্রকল্পের ভৌত সুরক্ষা চুক্তি সম্পাদন
ইত্তেফাক
প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৬:৪২
রাশিয়ার জেএসসি কোম্পানি এলরনের সঙ্গে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভৌত সুরক্ষা ব্যবস্থা (পিপিএস) নির্মাণ চুক্তি শুক্রবার বিকেলে সম্পাদিত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাশিয়ার এই কোম্পানির সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী ও পাবনার রূপপুর প্রকল্পের ‘পারমাণবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা ব্যবস্থা সেলের (এনএসপিসি) মধ্যে এই চুক্তিটি হয়।
দুই হাজার চারশ কোটি টাকা ব্যয়ে রাশিয়ার জেএসসি এলরন কোম্পানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ করে দেবে।
রূপপুর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর শনিবার সকালে ইত্তেফাককে চুক্তি সম্পাদনের তথ্যটি জানিয়েছেন।