![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/05/online/facebook-thumbnails/radhika-m-samakal-5ed2373105d2e.gif)
কোয়ারেন্টাইনে 'আংরেজি মিডিয়াম' অভিনেত্রী
সমকাল
প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৬:৩৬
প্রয়াত ইরফানের নায়িকা রাধিকা মদন। ‘আংরেজি মিডিয়ামে’ ইরফানের বিপরীতে অভিনয় করে সকলের নজর কাড়েন রাধিকা মদন। এবার নিজেকে স্বেচ্ছায় ঘরবন্দী করে আলোচনায় এসেছেন তিনি।
জিনিউজের প্রতিবেদন বলছে, ভারতে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হওয়ার পর দিল্লি থেকে মুম্বাইতে ফেরেন রাধিকা। মুম্বাইতে বাড়িতে ফিরেই নিজেকে গৃহবন্দি করে ফেলেন রাধিকা।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, তিনি ভাল আছেন। মহামারির সময় যাতে নিজের পরিবারের সঙ্গেই সময় কাটাতে পারেন, সেই কারণে ফ্লাইট চালু হওয়ার পর দ্রুত মুম্বাইতে ফিরে আসেন তিনি। তবে আপাতত ভাল আছেন। ১৪ দিন পর নিজেকে গৃহবন্দি দশা থেকে মুক্ত করবেন বলেও জানান রাধিকা।
বিশাল ভরদ্বাজের ‘পটাকা’র মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয় রাধিকার।