You have reached your daily news limit

Please log in to continue


তরুণ বিক্ষোভকারীর কবরকে অসম্মান করেছে ইরান, পিতার দাবি

গত নভেম্বরে ইসলামিক প্রজাতন্ত্র ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক তরুণ নিহত হন। নিহত এই তরুণের বাবার দাবি, তার সমাধিকে অপবিত্র (অবমাননা/অসম্মান) করা হয়েছে।   তরুণের বাবার নাম মনুচেহর বখতিরি। শুক্রবার ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা একটি ভিডিও বার্তায় মনুচেহর বখতিরি বলেন, ন্যায়বিচার চেয়ে আমাদের প্রেরিত বার্তায় (সরকার) ভয় পেয়েছে।গতকাল তারা (ইসলামী প্রজাতন্ত্রের এজেন্ট)  আমার ছেলে পৈয়া বখতিয়ারের মাজারে গিয়েছিল।তারা তাকে অসম্মান করে সমাধি ভাঙচুর করেছে।তার মা, বোন এবং আত্মীয়দের হুমকি দিতে ও দমন করতে আবেগকে উসকে দেওয়া হয়েছে। তবে  'অসম্মান' বা 'অবমাননা' সম্পর্কিত  বিশদ বিবরণ দেননি বাখতিয়ার।  ১৬ নভেম্বর পৈয়া বখতিয়ারকে মাথায় গুলি করা হয়েছিল। সম্ভবত কোনও সরকারী 'স্নাইপার' এ কাজ করেছে। তেহরানের কাছে কারাজে তিনি তার মা ও বোনকে নিয়ে রাস্তায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে গিয়ে গুলিবদ্ধ হন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন