You have reached your daily news limit

Please log in to continue


নেপথ্যের মানুষের সংকট ও বাস্তবতা নিয়ে ‘নেপথ্যের আলো’

করোনার এই দুঃসময়ে বিনোদন অঙ্গনের নেপথ্যের মানুষের সংকট ও বাস্তবতা নিয়ে একটি ভিডিও নির্মাণ করেছেন ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী ও নাট্যকার ফারিয়া হোসেন। ‘নেপথ্যের আলো’ শিরোনামে ভিডিওতে করোনাকালে নাটক নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রতিটি বিভাগের মানুষের সংকট ও অস্তিত্বের কথা জানান দেওয়া হয়েছে। ভিডিওটির দৈর্ঘ্য ১০ মিনিট ৫৮ সেকেন্ড। পরিচালক, নাট্যকার, সহকারী পরিচালক, ক্যামেরাম্যান, এডিটর, লাইট ক্রু, মেকআপম্যান, প্রোডাকশন ক্রু, শুটিং হাউস মালিকসহ ৫০ জনের বেশি মানুষ তাঁদের মত ব্যক্ত করেন। এঁদের মধ্যে রয়েছেন অভিনেতা আবুল হায়াত, মাহফুজ আহমেদ, সালাউদ্দিন লাভলু, এস এ হক অলীক, শিহাব শাহীন, দীপংকর দীপন, অনিমেষ আইচ, বদরুল আনাম সৌদ, মোস্তফা কামাল রাজ, রেদোয়ান রনি, কৌশিক শংকর দাস, সকাল আহমেদ, বান্নাহ, সোহেল আরমান, আবু হায়াত মাহমুদ, শুভ্র খান, শ্রাবণী, প্রীতি দত্ত, পিকলু চৌধুরী, অরুণা বিশ্বাস, শাহনেওয়াজ কাকলী, হৃদি হক, শহীদ উন নবী, নাজমুল রনি, সুব্রত মিত্র, শহীদুজ্জামান সেলিম, তুহিন হোসেন, শমী কায়সার প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন