সড়কে নামছে বাস : ট্রাফিক ম্যানেজমেন্ট ঢেলে সাজাবে পুলিশ
শনিবার (৩০ মে) থেকে শেষ হচ্ছে করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত টানা ৬৬ দিনের ছুটি। এ ছুটির অবসানের ফলে আগামীকাল ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সরকারি নির্দেশনা সাপেক্ষে সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস খুলছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে নামছে গণপরিবহনও (বাস, লঞ্চ, ট্রেন)।
সীমিত পরিসরে সড়কে গণপরিবহন চালুর ক্ষেত্রে করোনা সুরক্ষায় ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় ও তৎপর থাকবে বাংলাদেশ পুলিশ। যদিও চলমান সাধারণ ছুটিতে সঙ্গত কারণে বাংলাদেশ পুলিশের ক্রাইম ও ট্রাফিক ম্যানেজমেন্ট কিছুটা ভিন্ন ছিল। নতুন করে সব অফিস ও গণপরিবহন সীমিত আকারে চলতে শুরু করার ঘোষণায় ক্রাইম ও ট্রাফিক ম্যানেজমেন্ট ঢেলে সাজানো হবে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
এ বিষয়ে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘এখন বাস্তবতার বিবেচনায় অর্থাৎ হয়তো আরও কিছুদিন কিংবা বেশ কয়েকদিন এই করোনার সঙ্গে সহাবস্থান করতে হতে পারে। এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার জনস্বার্থে গণপরিবহন সীমিত আকারে চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং নতুন করে ছুটিও বাড়ানো হয়নি।