You have reached your daily news limit

Please log in to continue


করোনা আক্রান্ত যুবকের গোপনে বিয়ে, শ্বশুরবাড়ি লকডাউন

করোনা আক্রান্ত ছেলের সঙ্গে গোপনে মেয়েকে বিয়ে দিয়ে বিপাকে পড়েছেন পাবনার ঈশ্বরদীর একটি পরিবার। ঘটনাটি জানাজানি হলে শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী থানা পুলিশ ওই বাড়িটি লকডাউন করে দিয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানায়, ঈশ্বরদী শহরের শেরশাহ রোডস্থ ফকিরের বটতলা এলাকার ইলেকট্রিক মিস্ত্রী আশরাফ হোসেন চুনি ঈদুল ফিতরের আগের দিন গোপনে তার মেয়েকে বিয়ে দেন কুষ্টিয়ার ভেড়ামারার ষোলদাগ গ্রামের রাসেল নামে এক যুবকের সঙ্গে। প্রতিবেশী সোহান জানান, রাসেল ঢাকায় ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত। তিনি করোনা উপসর্গ নিয়েই গ্রামের বাড়ি ভেড়ামারার ষোলদাগ গ্রামে আসেন। ১ সপ্তাহ আগে তার নমুনা জমা দেন পরিক্ষার জন্য। এরই মধ্যে ঈদের আগের দিন গত রোববার তিনি ঈশ্বরদী শহরের ওই বাড়িতে গোপনে বিয়ে করেন। ঈশ্বরদীর ইলেকট্রনিক্স ব্যবসায়ী ইমরান হোসেন জানান, ওই যুবক বিয়ের পর নতুন বউকে তার ভেড়ামারার বাড়িতে নিয়ে ৪ দিন অবস্থান করেন। ঈশ্বরদী থেকে মেয়ের বাড়িতেও বেড়াতে যান নববধূর পরিবারের লোকজন। এরই মধ্যে শুক্রবার সকালে রাসেলের করোনা পজিটিভ রিপোর্ট আসে। রিপোর্ট আসার পরপরই বিষয়টি ভেড়ামারা ও ঈশ্বরদী শহরে জানাজানি হলে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ শহরের ওই বাড়িটি শুক্রবার রাতেই লকডাউন করে দেয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন