You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশ ক্রিকেটের চিত্র বদলে দিয়েছে তামিম: বিজয়

সময় গড়ানোর সাথে নিজেকেও বদলেছেন তামিম ইকবাল। ক্যারিয়ারের শুরুর দিকে আগ্রাসী ব্যাটিং করলেও বর্তমানে উইকেটে থিতু হওয়াতেই মনোযোগ বাঁহাতি ওপেনারের। তাতে ফলও পাচ্ছেন তিনি। বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয় মনে করেন, টাইগার ক্রিকেটের চিত্র বদলেছে তামিমের হাত ধরে। শেষ কয়েক বছরে অনেকটাই বদলে গেছে বাংলাদেশ দল, নিজেকে পরিবর্তন করেছেন তামিমও। বর্তমানে বিশ্ব ক্রিকেটে লাল-সুবজের প্রতিনিধিদের পরাশক্তি হিসেবে গণ্য করে অন্যান্য দলগুলো। তাতে ভূমিকা আছে তামিমেরও। ২০১৫ সালের পর নিজের ব্যাটিংয়ের ধরণে অনেক বদল এনেছেন তিনি। এর সুফলও পাচ্ছেন ড্যাশিং ওপেনার। বর্তমান ক্রিকেটে সেরা ওপেনারদের একজনই শুধু নন, নিয়মিত পারফর্ম করে একের পর এক অর্জন করে চলেছেন তামিম। দেশের হয়ে টেস্ট ফরম্যাটে মাত্র ৮ রান কমে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন তামিম। বাকি দুই ফরম্যাটে সবার উপরে অবস্থান তার। ওয়ানডেতে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাত হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন